Ticker

    Loading......

কবুতরের ক্যাংকার চিকিৎসায় দারুচিনি এর ব্যবহার ।



কবুতর এর সাধারণ রোগগুলির মধ্যে ক্যাংকার একটি।এটি   ট্রাইকোমানাস গ্যালিনা বা ট্রিকোমোনাস কলম্বিয়া নামক এক প্রকার প্রোটোজোয়া নামক জিবানু দ্বারা হয়ে থাকে। কখনে কখনো প্রায় ৮০ শতাংশ কবুতর এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগে মৃত্যুহার শতকরা প্রায় ৫০ ভাগ।এ রোগ হলে কবুতর এর মধ্যে বিভিন্ন রকম লক্ষন দেখা দিতে পারে।মুখে বা গলায় যদি হলুদাভ সাদা বস্তু দেখা যায় তবে সহজেই এই রোগের সনাক্ত করা যায়। তবে সব লক্ষন প্রকাশ নাউ দেখা দিতে পারে। মুখ থেকে শুরু করে এটি পাকস্থলীকে আক্রমণ করতে পারে।

সাধারণত উষ্ণ আবহাওয়ার সময়ে এটি বেশি দেখাদেয় এবং প্রাপ্ত বয়স্কদের থেকে অপ্রাপ্তবয়স্ক রা বেশি আক্রান্ত হয়।প্রাপ্তবয়স্ক কবুতর এই রোগের জিবানু বছরের পর বছর কোন লক্ষন ছারাই বহন করতে পারে এবং নতুন প্রজন্মের মাঝে ছরাতে পারে।প্রাথমিক লক্ষণ হিসেবে এ রোগ হালকা সংক্রমণ ঘটায় এবং তা পাকস্থলী পযুন্তুু ছরিয়ে দেয়।

কবুতর এর ক্যাংকার রোগ এর চিকিৎসার আমরা বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ঔষুধ প্রয়োগ করে থাকি, যা হয়তো আমাদের কবুতর গুলোকে সুস্থ করে কিন্তুু এতে আনেক টা ক্ষতির সম্মুখীন ও হই। অথচ খুব সহযেই আমরা ১০০% কার্যকারী ও  ন্যাচারাল দারুচিনি ব্যবহার করতে পারি।যা আমাদের কবুতর কে ঔষধের পার্শপ্রতিক্রিয়া থেকে রক্ষা করবে এবং ক্যাংকার থেকে রক্ষা করবে।


চলুন ক্যাংকার এর চিকিৎসার দারুচিনি এর ব্যবহার জেনে নিই।

চিকিৎসাঃ

শুরুতে কবুতর এর মুখের ভেতর 
ঘা দেখাদিলে সেটি খুব সাবধানতার সাথে পরিস্কার করা। প্রথমে হালকা  করে  মুখের ঘা এর উপরের আবরন পরিষ্কার করতে হবে পরিষ্কার কাঠি দিয়ে যাতে রক্ত না বের হয় ।





 

কবুতরের ক্যাংকার চিকিৎসায় দারুচিনিঃ

সামান্য পরিমান দারুচিনি গুরা নিন তারে হালকা পানি মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার তা একটি ডাবলির আকৃতির তৈরি করুন। ডাবলি কৃত দারুচিনি গুার বল টা আক্রান্ত কবুতরকে খাওয়ান দিনে তিন বার কবুতর সুস্থ  না হয়ে উঠা পর্যন্তুু। ১০০% কার্যকারী।


কৃতজ্ঞতাঃসাহাদাত হোসাইন জীবন।



প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ