Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

HOME


গৃহপালিত বা পোষা পাখিদের মধ্যে কবুতর অন্যতম। গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম Columba livia domestica। সব গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর (Columba livia) থেকে। সুপ্রাচীনকাল থেকে শখের জন্য কবুতর পালন করা হচ্ছে। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে।ইদানিং অনেকে  কবুতর পালনকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন। কেউ কেউ বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে।

আমরা চেষ্টা করেছি কবুতর বিষয়ক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে।  আমাদের ব্লগ টিতে কবুতর পালনের খুটিনাটি সব তথ্যই পাবেন। পাশাপাশি কবুতরের চিকিৎসা, জাত, প্রাকৃতিক পরিচর্যা এই বিষয় গুলো সুন্দর ভাবে উপস্থাপন এর চেষ্টা করেছি যাতে একজন কবুতর পালক খুব সহজে এখান থেকে উপকৃত হতে পারে। আশাবাদী আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং অনুপ্রেরণা যোগাবে।।                          

প্রয়োজনীয়  সব পোষ্ট পেতে পেজটি ভিজিট করুন এবং নতুন নতুন সব উপকারি পোষ্ট পেতে পেজটিতে লাইজ দিয়ে সংঙ্গে থাকুন - ধন্যবাদ 


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. আপনার কমেন্ট এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 01736644803 এটি আমার পারসোনাল নাম্বার, প্রয়োজনে ফোন করতে পারেন।

      মুছুন

Thanks for Commenting! please follow our blog and see update continue