Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

এনসিয়েন্ট টাম্বলার কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি / Ancient Tumbler Pigeon Origin, breed information and appearance.

জাতের নামঃ- Ancient Tumbler Pigeon

উৎপত্তি স্থানঃ-India

জাতের ধরণঃ- Fancy(Show,Ornamental,) 

উৎপত্তিগত বর্ণনাঃ-Ancient Tumbler কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরে একটি উন্নত প্রজনন যা Altstammer Tumbler নামেও পরিচিত।ধরনা করা হয় ১৭০০ শতাব্দীর সময়ে এটিকে India তে প্রজনন করা করেছিল। কবুতরের অনান্য প্রজাতি মত এরাউ বন্য  এই জাত এবং অন্যান্য  জাতের মত এরাউ বন্য কবুতরের বংশধর।
Ancient Tumbler কবুতরটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও কিছু নামে পরিচিত। জাতটিকে Netherland এ আরও উন্নত করা হয়েছে।ধরনা করা হয় যে Dutch ব্যবসায়িদের একটি জাহাজ সর্বপ্রথম India থেকে এদেরকে Netherland এ নিয়ে আসে ।
দৈহিক বর্ণনাঃ- Ancient Tumbler কবুতরটি খুব ছোট জাতের প্রজনন। এদের মাথা প্রসস্থ এবং উচ্চ কপালযুক্ত, এবং মাথা Plain বা Crested উভয়ই হতে পারে। এদের দেহ বিস্তৃত বুকের সমন্বয়ে গঠিত যা গোলাকার এবং ছোট কিন্তু পিছনে প্রসস্থ। এদের মাঝারি আকারের বাঁকানো ঘাড়ের পাশাপাশি কিছুটা কম্পনশীল । চোখের সাধারণ রঙ হ'ল মুক্তো বা সাদা রঙে bull-eye হয়ে থাকে । এদের Ceres গুলো পরিমার্জিত এবং মাংসের রঙ লাল হতে পারে।

Ancient Tumbler কবুতরের ঠোঁট  ছোট, ঘন এবং খুব সোজা এবং Flesh রঙের হয়ে থাকে। এদের পা ছোট এবং আঙ্গুলের নখ গুলো হয় সাদা। জাতটি বিভিন্ন রঙের হতে পারে যেমনঃ- Black , Blue , Dun, Red , Yellow এবং কিছু কালার Magpie Markings এর হয়ে থাকে।  এছাড়াও Black , Red এবং Yellow রঙের Tigered পাওয়া যায়।
কবুতরটি পোষা কবুতরগুলির একটি অত্যন্ত শক্ত এবং শক্তিশালী জাত যদিও এটি আগে একটি উড়ন্ত জাতের হিসাবে ব্যবহৃত হত, তবে এখন এটি মূলত একটি প্রদর্শনী জাত হিসাবে উত্থাপিত হয়। এটি মূলত গোল মাথার সাথে অত্যন্ত সংক্ষিপ্ত মুখের জন্য জনপ্রিয়।  একটি পরিণত বয়সের Ancient Tumbler কবুতরের গড় দেহের ওজন প্রায় ১৪০ থেকে ১৫৫ গ্রাম।এবং এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।

সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে সাধারণত  Ancient Tumbler Pigeon ১২০০০ থেকে ১৮০০০ টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।     
 
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******


AncientTumblerPigeon

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ