Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

সাউথ জার্মান ব্লাস কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি /South German Blasse Pigeon origin, breed information and appearance.

⏩জাতের নামঃ- South German Blasse.
⏩উৎপত্তি স্থানঃ-Southern Germany.
⏩জাতের ধরণঃ- Fancy ( Ornamental, Show)   
⏩উৎপত্তিগত বর্ণনাঃ- South German Blasse প্রজাতিটি গৃহপালিত ফেন্সি কবুতরে একটি অনান্য সুন্দর প্রজনন।ধারনা করা হয় যে ১৭ শতাব্দীর কোন একটা সময়ে এদেরকে South German এর শহর Wurttemberg এ প্রজনন করা হয়েছিল। এবং এরি ধারাবাহিকতায় এদের নাম রাখা হয় South German Blasse, যদিও South German এ এদেরকে শুধু মাত্র Blasse নামে ডাকা হয়। এটিকে A German Toy breed বলে ধরা হয়। এছাড়াও এদের আরা আরও কিছু নামে পরিচিত যেমনঃ-Blanche de l' A Calotte du Sud , Süddeutsch , Calotta Bianca della Germania del Sud , Южно - Немецкий Блассе ইত্যাদি।
এরা German এ অনেক জনপ্রিয় ছাড়াও Europe এর বিভিন্ন দেশে এদেরকে উৎপাদন করা হয়।তবে United States এ এদেরকে বিরল প্রজাতি গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।

⏩দৈহিক বর্ণনাঃ-
 South German Blasse একটি ছোট ও সুন্দর আকারের প্রজনন। এদের সুন্দর সূচালো ঝুটি এবং ছোট ও পরিস্কার পা হয়ে থাকে। প্রজাতিটি বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ- Blue bales, Blue with Black bars, Blue checkered, Black , Red , Yellow , Silver  barred বা Barless, Mealy এবং Lark. একটি পূর্ণ বয়স্ক South German Blasse এর গড় ওজন ৩৩০ থেকে ৩৫০ গ্রাম হয়ে থাকে। এবং এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।

⏩সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে সাধারণত ১৫০০০ থেকে ২০০০০ টাকায় এদেকে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তবে কোয়ালিটি বিবেচনায় এদের মূল্য কম বেশি হতে পারে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******
#pigeon #pigeon_information
#South_German_Blasse 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ