Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কীভাবে নতুন কবুতর সংগ্রহ করবেন কার কাছ থেকে করবেনঃ



লফ্ট,খামার,বা সখের বসে  যে যভাবেই কবুতর পালন কারি না কেন, কবুতর সংগ্রহ এর সময় দুটা বিষয় মাতায় রাখা জরুরী।

১. কীভাবে কবুতর সংগ্রহ করবেন।
২. কার কাছ থেকে কবুতর সংগ্রহ করবেন।

এবার আলোচনায় আসা যাকঃ

আমরা অনেকে অনেক ভাবেই কবুতর সংগ্রহ করে থাকি,কেউ বা সরাসরি খামার থেকে কেউবা অনলাইন এর বিভিন্ন গ্রুপ থেকে।যে যেভাবেই কবুতর সংগ্রহ করি না কেন কবুতর সংগ্রহের আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

১. আবহাওয়ার হটাৎ পরিবর্তন হলে কবুতর সংগ্রহ থেকে বিরত থাকুন।
২. আপনার লফ্ট বা খামার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নতুন কবুতর সংগ্রহ থেকে বিরত থাকুন।
৩. শীতের শেষ  দিকটাতে কবুতর সংগ্রহ না করাই উত্তম কেননা এসময় সবথেকে বেশি রোগ বালাই ছরায়।
৪. সরাসরি দেখে কবুতর সংগ্রহের চেষ্টা করুন।
৫. কোয়ালিটি সম্পর্কে আগে জানুন পরে কবুতর সংগ্রহ করুন। না জেনে না বুজে কবুতর সংগ্রহ করবেন না এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা বেশি।
৬. একচাটিয়া কবুতর সংগ্রহ না করে দেখে শুনে পছন্দের কিছু জাত সংগ্রহ করুন।
৭. যে কবুতর সংগ্রহ করবেন তা  ক্রস ব্রিডিং কিনা বা অসুস্থ আছে কিনা ভালো ভাবো যাচাই করে নিন।



এবার আসি কিভাবে কবুতর সংগ্রহ করবেনঃ

১. কবুতর এমন কারও কাছ থেকে সংগ্রহ
করতে হবে, যিনি নিয়মিত
ঠিকঠাকভাবে কবুতরের যত্ন নেন ৷
২. সরাসরি খামার বা লফ্ট এ যান নিজে দেখে সংগ্রহ করুন।
৩. অনলাইন থেকে কবুতর সংগ্রহ করলে বিক্রেতা এর কাছ থেকে, ভিডিও, একাধিক ছবি, চেয়ে নিন।
৪. বিক্রেতা এর সম্পর্কে সম্ভাব হলে খোঁজ নিন।
৫. বিক্রেতার লফ্ট এ সম্প্রতি রোগ বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা যেনে নিন।
৬. কবুতরের জোরা নিশ্চিত হয়ে সংগ্রহ করুন।
৭. প্রয়োজনে অভিজ্ঞ কারো সহায়তা নিন।

এবার আসি কার কাছ থেকে কবুতর সংগ্রহ করবেনঃ
১. সুপরিচিত  কারোকাছ থেকে কবুতর সংগ্রহ করাই উত্তম।
২. কোয়ালিটি সম্পর্কে সঠিক ধারনা আছে এমন কারো থেকে।
৩. কবুতর এর নিয়মিতভাবে টিকা ও পরিচর্যা করেন এমন কারো থেকে।
৪. হাট থেকে কবুতর সংগ্রহ করলে দেখে শুনে কবুতর সংগ্রহ করুন।
৫. সরাসরি ব্রিডিং করান এমন কারো থেকে।


বিঃদ্রঃ - যেভাবেই কবুতর সংগ্রহ করুন না কেন অবশ্যই কবুতর সংগ্রহ করার পর লফ্ট থেকে আলাদা রাখুন, পর্যবেক্ষন করুন, ১০০% সুস্থতা নিশ্চিত হবার পর লফ্ট দিন। এবং বিক্রেতার কাছ থেকে বিভিন্ন ঔষুধ ও টিকা প্রয়োগের সময় জেনে নিন।


প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

   *******Thank You *******


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ